শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

দোকান বন্ধ করতে বলায় সিলেটে পুলিশের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক কর্মসূচি পালন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর বাগবাড়ি এতিম স্কুল সড়কে কিছু যুবক পথচারীদের হাতে জীবাণুনাশক স্প্রের উদ্যোগ নেন। বিকালে পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামের এক ব্যক্তির হাতে জীবাণুনাশক স্প্রে করলে তিনি ক্ষুব্ধ হন। এনিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে বাগবাড়ি ও পশ্চিম কাজলশাহ এলাকার লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের পর বিষয়টি আপস মীমাংসার উদ্যোগ নেন সিটি করপোরেশনের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও আবুল কালাম লায়েক। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে জানিয়ে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে কাউন্সিলররা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর