শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় হচ্ছে হাজার শয্যার করোনা আইসোলেশন ইউনিট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

এক হাজার শয্যার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট চালু করার জন্য অন্য রোগীদের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে শুধু করোনাভাইরাস-সংক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দেওয়া হবে।  গতকাল পর্যন্ত হাসপাতালে সাধারণ রোগী ছিল মাত্র ২৪০ জন। এর মধ্যে অধিকাংশই শিশু ও প্রসবকালীন অসুস্থতায় মুমূর্ষু রোগী।  এ ছাড়া হাসপাতালে করোনা ইউনিটে এ পর্যন্ত চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আপাত অন্য কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। শুধু করোনা সন্দেহজনকদের এখানে চিকিৎসাসেবা দেওয়া হবে। রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পুরো হাসপাতালটি খালি করা হচ্ছে। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সর্দি-কাশি, জ্বরের রোগীদের খুলনা সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে। জরুরি অন্য রোগীদের আবু নাসের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর