শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবৈধ বন্ডেড কাগজসহ কাভার্ড ভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক

অবৈধ বন্ডেড কাগজসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। বুধবার রাত ৩টায় পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা কাগজ অবৈধভাবে অপসারণকালে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। কাভার্ড ভ্যানটির নম্বর- ঢাকা মেট্রো ট-২০৩৯৮৬। জানা যায়, কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার আল আমিনের নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল ধাওয়া করে কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় তল্লাশি করে সেখানে ১২.৫ মেট্রিক টন কাগজ (ডুপ্লেক্স বোর্ড ৩০০ জিএসএম) জব্দ করা হয়। এসব পণ্য আশুলিয়ায় অবস্থিত ওয়েস্ট প্যাক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় আমদানি করে চোরাইপথে তা বিক্রি করে দেয়। জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এসবের প্রযোজ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা। ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, অবৈধ বন্ড ব্যবসার মূলোৎপাটনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর