শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
বাজার দর

ক্রেতা নেই তবু দাম বেড়েছে নিত্যপণ্যের

নিজস্ব প্রতিবেদক

ক্রেতা নেই তবু দাম বেড়েছে নিত্যপণ্যের

করোনা আতঙ্কে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। বাজারে ক্রেতা কম থাকলেও চড়া সবজি, মাছ, মাংস, চাল ও ডালের দাম। অনেকে বলছেন, নিত্যপণ্যের দোকান বন্ধ রাখার নির্দেশনা না থাকলেও পুলিশি আতঙ্কে অনেকে দোকান বন্ধ রেখেছেন। দাম বাড়ার পেছনে এর বিরূপ প্রভাব পড়েছে।  রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে গতকাল দেখা  গেছে, সপ্তাহের ব্যবধানে সবজিভেদে কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। কেজিতে সাত থেকে ১০ টাকা বাড়তি চালের দাম। লিটারে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়েছে খোলা ভোজ্যতেলের। মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম বাড়লেও কমেছে মুরগি ও ডিমের দাম। এ ছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন মসলা। অপরিবর্তিত রয়েছে পিয়াজ ও রসুনের দাম। খোলাবাজারে আকারভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ , সিম ৫০ থেকে ৬০ , টমেটো ৪০ থেকে ৫০ , পটল ৬০, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০, করলা ১০০ থেকে ১১০, বেগুন ৫০  থেকে ৬০ , পেঁপে ২৫ থেকে ৩০ ও শসা ৫০ থেকে ৬০ টাকা। এ ছাড়া গরুর গোশত প্রতিকেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ টাকা। আগের চড়া দামেই মহিষের মাংস ৬০০ ও খাসির মাংস ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫, লেয়ার ২০০ থেকে ২১০, সাদা লেয়ার ১৭০ থেকে ১৮০ ও সোনালি ২৫০ থেকে ২৭০ টাকা। আর লাল ডিম প্রতি ডজন ১১০ থেকে ১২০, দেশি মুরগি ১৫০ ও হাঁস ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানিরা জানিয়েছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি নেই। কিন্তু ক্রেতা সংকট রয়েছে।

সর্বশেষ খবর