রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করল ডিএসসিসি

ছিন্নমূল অসহায় ৫০ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল অসহায় ৫০ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, হতদরিদ্র মানুষকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার অধিক্ষেত্র এলাকার ৫০ হাজার পরিবারকে এক মাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবে। তিনি বলেন, আমরা সামাজিক দূরত্ব বাজায় রাখি। একেবারেই প্রয়োজন না হলে আমরা ঘর থেকে যেন বাইর না হই। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সচিব মোস্তফা কামাল মজুমদার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর