সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা
দুই সাংবাদিককে লাঠিপেটা

বরিশালে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের প্রচারণার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিককে লাঠিপেটার ঘটনায় ৩ পুলিশ সদস্যকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল রবিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে বন্দর থানার ওই ৩ সদস্যকে প্রত্যাহার এবং ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন     দিতে বলা হয়েছে। পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গতকাল এই তথ্য নিশ্চিত করেন। ক্লোজড হওয়া ৩ পুলিশ সদস্য হলেন, নায়েক মো. মহসিন, কনস্টেবল মো. জাহিদ ও কনস্টেবল মো. কাওসার।

গত শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত করোনা সংক্রমণ সংক্রান্ত জনসচেতনতার প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জনসমাগম রোধে জনগণকে নিরুৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি এই প্রচারণার ছবি তুলতে যাওয়া আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিনকে কোনো কারণ ছাড়াই বেদম লাঠিপেটা করে পুলিশের অতি উৎসাহী সদস্যরা। রাতুল ও নাসির জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ওই এলাকায় করোনা সংক্রমণ সংক্রান্ত প্রচারণা চালাচ্ছিলেন। তারা অফিসের নির্দেশে ওই প্রচারণার ছবি তুলতে যান। এ সময় ইউএনওর সঙ্গে থাকা পুলিশের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের বেদম লাঠিপেটা করে। এ ঘটনায় হতভম্ব হয়ে লজ্জায় বিষয়টি চেপে যান তারা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় সহকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলেন তারা। এরপর সহকর্মীরা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ ঘটনার প্রতিবাদ জানালে গতকাল অভিযুক্ত ওই ৩ পুলিশ সদস্যকে ক্লোজ করে ঘটনা তদন্তের নির্দেশ দেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর