মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

গর্ভবতী নারীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘড়ির কাঁটা তখন ১২ টার কাছাকাছি। এমন সময় বাকলিয়া থানার হট নম্বারে কল করে সহায়তা চান এক গর্ভবতীর নারীর স্বজন। গণপরিবহন বন্ধ থাকার কারণে অসুস্থ মেয়েকে হাসপাতালে পৌঁছে দিতে পুলিশের সহায়তা চান তিনি। কিন্তু টহলের কারণে থানার সব গাড়ি ব্যস্ত থাকায় ওসি নিজের গাড়ি দিয়ে দিলেন ওই নারীকে হাসপাতালে পৌঁছে দিতে। অসুস্থ এ নারীকে নিজের গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে নেট দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছে সিএমপির বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। নেজাম উদ্দিন বলেন, রবিবার রাতে এক গর্ভবতী নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকার কারণে কোনো গাড়ি পাচ্ছিল না ওই নারীর স্বজনরা। তাই পুলিশের কাছে সহযোগিতা চান। পরে নিজের গাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেই ওই নারীকে। বর্তমানে ওই নারী সুস্থ রয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, রবিবার রাতে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের রসুলবাগ আবাসিক এলাকার হোসনে আরা নামে এক নারী গর্ভবতী মেয়েকে হাসপাতালে পৌঁছে দিতে পুলিশের সহায়তা চান। হট নম্বরে ফোন পেয়ে ওসি নিজের গাড়িতে করে তড়িৎগতিতে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।

সিএমপির কমিশনার মাহাবুবর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা নগরবাসীকে সেবা দিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফোন করলে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ঘরেই পৌঁছে দেবে পুলিশ। একই সঙ্গে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালেও পৌঁছে দেওয়ার কাজটিও করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর