মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা পেশাজীবীদের ২০ হাজার পিপিই দেবে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মীদের ২০ হাজার ব্যক্তিগত সুরক্ষা পোশাক বা পিপিই দেবে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে-পোশাকশিল্পের উদ্যোক্তারা স্বতঃপ্রণোদিত হয়ে যে পিপিই তৈরি করছেন, তা সনদপ্রাপ্ত নয়। এগুলো শুধু শতভাগ পানি প্রতিরোধক এবং এর নকশা স্বাস্থ্যবিষয়ক পেশাজীবীরা যে ধরনের পিপিই ব্যবহার করেন, তার কাছাকাছি। এই পিপিই পোশাক  সে সব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করা হচ্ছে, যারা আতঙ্কিত হয়ে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির সচিব কমোডর (অব.) মোহাম্মদ আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- বর্তমান স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের সুরক্ষা নেই। তাই সহযোগিতা করছে বিজিএমইএ। এই পিপিই অনুমোদন দিয়েছে সরকার। বিজিএমইএর অনেক সদস্য প্রতিষ্ঠান ফেব্রিক্স দানে এগিয়ে এসেছে। আরও অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে পিপিই তৈরি করার প্রস্তাব দিয়েছে। এ প্রেক্ষিতে ফেবিক্স ক্রয়ের জন্য তহবিল গঠনের পরিকল্পনা করছে বিজিএমইএ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর