বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে শুরু, সিলেট বরিশালে অপেক্ষা

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে শুরু, সিলেট বরিশালে অপেক্ষা

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল দুপুরে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। তবে সিলেট ও বরিশালে এখনো চলছে ল্যাব স্থাপনের কাজ। আগামী সপ্তাহে এ দুই বিভাগে পরীক্ষা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। রাজশাহী : রাজশাহীতে প্রথম দিন বগুড়া থেকে আসা তিনজন এবং রাজশাহীর একজন রোগীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা শনাক্তে গত বৃহস্পতিবার রাজশাহীতে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন আসে। এরপর রামেকের ভাইরোলজি বিভাগের পাঁচটি কক্ষে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব প্রস্তুতের পর মঙ্গলবার পিসিআর মেশিন স্থাপন কর হয়। গতকাল দুপুর থেকে শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ল্যাবের ইনচার্জ রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, ঢাকা থেকে আসা টেকনিশিয়ানদের দুটি দল পাঁচ দিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। তারা ২৪০টি কিটও পেয়েছেন। ল্যাবে এক দিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। ফলাফল প্রকাশ করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘণ্টা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। সিলেট : সিলেটে চলছে করোনাভাইরাস শনাক্তের ল্যাব স্থাপনের কাজ। ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হচ্ছে এই ল্যাব। গত সোমবার পরীক্ষার পিসিআর মেশিন আসার পর থেকে মেশিন ও ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব স্থাপন ও প্রশিক্ষণ শেষে পরীক্ষার কাজ শুরু করতে আরও প্রায় এক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক জানান, ল্যাবের কাজ শেষ হতে আরও দুই-তিন দিন লাগতে পারে। এরপর ল্যাবে যারা করোনাভাইরাস পরীক্ষা করবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে পরীক্ষা শুরু করতে আরও প্রায় এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে যে মেশিন স্থাপন করা হচ্ছে সেটি ২৪ ঘণ্টা চালু রাখা গেলে প্রতিদিন ২০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। বরিশাল : বরিশালে করোনাভাইরাস পরীক্ষার পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে। মেশিনটি স্থাপনের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা গতকাল বরিশালে এসে পৌঁছেছেন। দ্রæত সময়ের মধ্যে মেশিনটি স্থাপন করে করোনা শনাক্ত পরীক্ষা  শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেশিন আসার দুই দিন পর। গতকাল সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা বরিশাল আসেন। তারা গতকাল সকাল ১০টায় শেরেবাংলা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের দ্বিতীয়তলায় সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শন করেন। এদিকে আগামী ৩/৪ দিনের মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পলিমারি চেইন রিঅ্যাকশন-পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ করে করোনা পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল দুপুর আড়াইটায় তিনি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিন স্থাপনের কাজ পরিদর্শনকালে এ নির্দেশ দেন।

সর্বশেষ খবর