শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

উদাসীনতায় বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা

খুলনায় নির্দেশনা না মেনেই মানুষের অবাধ বিচরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সামাজিক দূরত্বের নির্দেশনা উপেক্ষা করেই খুলনায় চলছে সাধারণ মানুষের অবাধ বিচরণ। ঝুঁকি এড়াতে প্রশাসন সক্রিয় থাকলেও অনেকেই সরকারি নির্দেশনা মানতে অনীহা দেখাচ্ছেন। নগরীর বিভিন্ন বাজার, পাড়া-মহল্লার দোকান ও অলিগলিতে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন সব বয়সী মানুষ। এতে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা বাড়ছে। গতকাল নগরীর শেখপাড়া বাজার, খলিল চেম্বার মোড়, ময়লাপোতা, সোনাডাঙ্গা, জোড়াকল বাজার, গল্লামারী, রূপসা বাজার, ট্রাফিক মোড়সহ বিভিন্ন স্থানে মানুষের সমাগম চোখে পড়ে। বিশেষ করে সন্ধ্যার পর সোনাডাঙ্গা স্টাফ কোয়ার্টার, হাজী ইসমাইল রোড, খলিল চেম্বার মোড়সহ অলিগলিতে উঠতি বয়সী যুবকরা জড়ো হতে থাকে। বাজার-ঘাট থেকে গণপরিবহন স্বাভাবিক অবস্থায় রয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, বাজারসহ নিত্যপণ্যের দোকানে মুখে মাস্ক থাকলেও অবাধ বিচরণের কারণে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। এদিকে গতকাল জুমার নামাজের সময় মসজিদে মসজিদে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্‌বান জানানো হয়। বিশেষ করে কিশোর-যুবকদের ঘরে রাখতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ মাইকিং, প্রচারপত্র বিলি ও টহল বৃদ্ধি করেছে। আর সরকারি নির্দেশনা অমান্য করলে প্রশাসন আরও কঠোর হবে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, সামনের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। করোনা মোকাবিলায় এই সময় কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর