শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রংপুরে দেখা নেই চার এমপির

মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনাভাইরাস প্রতিরোধে এলাকার জনগণের পাশে এমপিদের দেখা যাচ্ছে না। রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনের চারজন এমপিই নিজ এলাকায় নেই। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছে, এমন বিপদের দিনে এমপিকে কাছে না পাওয়া দুঃখজনক।  দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাপা মহাসচিব রংপুর-১ আসনের গঙ্গাচড়ার এমপি আলহাজ মসিউর রহমান রাঙ্গা গতকাল রংপুরে এসেছেন। তবে তিনি জনসচেতনতা কার্যক্রম পরিচালিত করবেন কিনা তা দলীয় নেতা-কর্মীরা বলতে পারছেন না। তবে রাঙ্গার মেয়ে গঙ্গাচড়ায় বাবার পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের আওয়ামী লীগের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক তার নিজ এলাকায়ই রয়েছেন। তিনি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ করছেন। রংপুর সদর আসনের এমপি এরশাদের ছেলে সাদ এরশাদ। তিনি কদিন আগেও রংপুরে ছিলেন। করোনা আতঙ্ক দেখা দেওয়ার পর তাকে রংপুরে দেখা যায়নি। রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনের এমপি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কিছু দিন ধরে ঢাকায়। মিঠাপুকুর-৫ আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমানও তার নির্বাচনী এলাকায় নেই। রংপুর-৬ আসন পীরগঞ্জের এমপি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনিও এই মুহুর্তে পীরগঞ্জে নেই। রংপুরের ছয়টি সংসদীয় আসনের চারজন এমপিই এ দুর্যোগের সময় নিজ এলাকায় না থাকায় দলীয় নেতা-কর্মীরা  করোনা প্রতিরোধে কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। এ প্রসঙ্গে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, করোনাভাইরাস এমন একটি রোগ এখানে জনসংস্পর্শ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। এমপিরা নিজ এলাকায় না থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তারা ত্রাণসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর