শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের করোনা প্রতিরোধ সামগ্রী পৌঁছে যাচ্ছে জেলা-উপজেলায়

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে জেলা-উপজেলায় পৌঁছে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধ সামগ্রী। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই এ নিয়ে সক্রিয় উপ-কমিটির নেতারা। গতকালও ঢাকা জেলা, লক্ষীপুর, নড়াইলসহ বেশ কয়েকটি জেলা, সাংবাদিকদের সংগঠন, প্রতিবন্ধী স্কুল, হাসপাতালে পিপিই, মাস্ক, হেক্সিসল, এন্টি সেপটিক সাবান বিতরণ করা হয়েছে। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় সুজিত রায় নন্দী বলেন, আমরা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনসচেতনতার লক্ষ্যে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের মাঝে বিতরণ করে যাচ্ছি। জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাদের হাতেও করোনা প্রতিরোধ সামগ্রী পৌঁছে দিচ্ছি। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল, অধ্যাপক কামরুজ্জামান, হাসিবুর রহমান বিজন, আখলাকুর রহমান মাইনু, হারুন অর রশিদ প্রমুখ।  পরে ঢাকা মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্নারের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন, নড়াইল জেলা আওয়ামী লীগ, ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ তাঁতী বাজার, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, লক্ষীপুর জেলা আওয়ামী লীগ ও প্রতিবন্ধী ঢাকা মিশন স্কুলের মাঝে বিশেষ ধরনের এন্টি সেপটিক সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

সর্বশেষ খবর