শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দেশে করোনা মহামারী আকারে না এলেও আমরা শঙ্কিত : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। কারণ ইতিমধ্যে করোনাভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, পঞ্চাশ হাজারের অধিক মানুষ মারা গেছে। দেশে করোনাভাইরাস মহামারী আকারে না আসলেও আমরা শঙ্কিত আছি।  গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনাভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত হওয়া। এ দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা তা থেকে রক্ষা পেতে পারি। এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর