শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণে দুর্নীতি কঠোরহস্তে দমন করুন

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীতে সারা দেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। সেই অসহায় মানুষের ত্রাণ নিয়েও দুর্নীতি! দলীয় এসব দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে আরও বলেন, সাধারণ  খেটে খাওয়া ও সমাজের অসহায় মানুষ সরকারি ত্রাণ  থেকে বঞ্চিত হলেও এসব ত্রাণ সরকার দলের বিভিন্ন  নেতা-কর্মীদের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর  লোকজন উদ্ধার করছে। যা আমাদের জন্য চরম অবমাননাকর। তিনি এসব দুর্নীতিবাজকে দল ও সরকারের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানান। এদিকে, করোনা মহামারীতে সারা দেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বংশাল, শাহজাহানপুর ও  মেরাজনগরের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়।

দলের নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আবদুর রহমানের  নেতৃত্বে এসব এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী  ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর