শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

তাবলিগের ৩২১ বিদেশিকে রাখা হলো দুই মসজিদে

করোনা আতঙ্ক

প্রতিদিন ডেস্ক

ভারতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তাবলিগের প্রচারে বাংলাদেশে আসা ৩২১ বিদেশিকে ঢাকার দুটি মসজিদে জড়ো করে রাখা হয়েছে। খবর বিডিনিউজের পুলিশ বলছে, কোয়ারেন্টাইনে না থাকলেও তাবলিগের এই বিদেশিদের মসজিদ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এদের মধ্যে ঢাকার কাকরাইল জামে মসজিদে আছেন ১৯১ জন। বাকি ১৩০ জনকে জড়ো করা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে। যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, তাবলীগের বিবদমান দুটি অংশের মধ্যে মাওলানা  জোবায়েরের অনুসারী ১৩০ জনকে মদিনা মসজিদে রাখা হয়েছে । দেশের বিভিন্ন  স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তারা সুস্থ আছেন। কাকরাইল মসজিদে রাখা ১৯১ জন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী। রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন। এছাড়া একটি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীও সেখানে রয়েছেন। ঢাকার উত্তরা চার নম্বর সেক্টরের জামে মসজিদের খতিব মুফতি সাইদ বলেন, ‘যেসব তাবলিগ জামাত বের হয়েছিল, আমরা তাদের জানিয়ে দিয়েছি ফিরে আসতে। যারা গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে আসতে পারেননি, তাদের মসজিদ কমিটিকে দেখভাল করতে বলেছি এবং আলাদা আলাদা রাখতে বলেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর