শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রবাসীদের হয়রানি বন্ধ করুন

ইউরোপীয় অভিবাসী নেতাদের আহ্বান

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে ফিরে আসা প্রবাসী ও অভিবাসী কর্মীদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপে অবস্থিত প্রবাসী নেতা, সামাজিক ও উন্নয়ন কর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা বলেছেন, বাংলাদেশে ফিরে আসা প্রবাসী ও অভিবাসী কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন।  গতকাল প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান তারা। ওই বিবৃতিতে তারা অভিবাসীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং যারা তাদের বসতি দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছেন।     তারা বলেন, প্রবাসীরা বার্ষিক ১৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রেরণ করে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক দিনগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরে স্বল্পসংখ্যক অভিবাসী বাংলাদেশে ফিরে এসেছিলেন। তবে উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি যে, সোশ্যাল মিডিয়ায় অভিবাসীদের বিদেশ থেকে করোনাভাইরাস আনার জন্য দোষ দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যক্রমে, এর ফলস্বরূপ, প্রত্যাবাসিত অভিবাসীদের অপমান ও শারীরিক নির্যাতন করা হচ্ছে দেশের অনেক জায়গায়। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- ইউরোপীয় বাংলাদেশ ফোরামের (ইবিএফ) সভাপতি আনসার আহমেদ উল্লাহ, শুদ্ধস্বর ডট কমের (জার্মানি) চিফ এডিটর হাবিব বাবুল, বাসুগ চেয়ারম্যান (নেদারল্যান্ডস) বিকাশ চৌধুরী, আওয়ার ভয়েসের (জার্মানি) প্রধান সম্পাদক  এ এইচ এম আবদুল হাই, লেখক ও গবেষক (ফিনল্যান্ড) ডা. মজিবুর দফতরি, সাংবাদিক ও সামাজিক কর্মী শরাফ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (নেদারল্যান্ডস) মুরাদ খান, সামাজিক ও মানবাধিকার কর্মী (যুক্তরাজ্য) এম এম আর মনোয়ার, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (সুইজারল্যান্ড) কান্ট্রি কো-অর্ডিনেটর, খলিলুর রহমান এবং সংখ্যালঘু কাউন্সিল, সুইজারল্যান্ডের সভাপতি অরুণ বড়–য়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর