রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিলেটে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের মচ্ছব

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের মচ্ছব

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা তৈরিতে ব্যস্ত প্রশাসন। আর এ সুযোগে সিলেটের ভোলাগঞ্জে চলছে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলনের মচ্ছব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার শ্রমিক মিলে মেশিন দিয়ে তুলছেন পাথর। বিপুল সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে কাজ করায় করোনাভাইরাস সংক্রমণেরও আশঙ্কা করছেন সচেতন মহল। অভিযোগ উঠেছে পুলিশকে ‘ম্যানেজ’ করেই স্থানীয় প্রভাবশালীরা শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলন করাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রায় দুই হাজার শ্রমিক মিলে পাথর উত্তোলন করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা, ধলাই ব্রিজের নিচ ও হাজীর দাইন্যা লালপাথর এলাকা থেকে লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে যাচ্ছেন। এসব স্থান থেকে পাথর উত্তোলনের নেপথ্যে রয়েছেন আতাউর রহমান নামের স্থানীয় এক প্রভাবশালী। পুলিশ ম্যানেজ করেই তিনি প্রকাশ্যে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুতে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সিলেটের সবকটি কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয় নিজ নিজ এলাকায়। স্থানীয় শ্রমিকদের কাউন্সিলিং করে বিকল্প পেশা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। কিন্তু স¤প্রতি করোনাভাইরাসের কারণে প্রশাসন জনসচেতনতা নিয়ে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে পাথরখেকোরা ফের বেপরোয়া হয়ে ওঠে। গত কয়েক দিন ধরে তারা দেশের সর্ববৃহৎ কোয়ারি ভোলাগঞ্জে ফের পাথর উত্তোলন শুরু করে। লিস্টার মেশিন দিয়ে মাটির নিচ থেকে তারা পাথর উত্তোলন করছে।  এদিকে, একেকটি গর্তে কয়েক শ শ্রমিক কাজ করায় তাদের মধ্যে করোনা সংক্রমণেরও আশঙ্কা দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, কোনো একজন শ্রমিক কোনোভাবে করোনাভাইরাস সংক্রমিত হলে তা ছড়িয়ে পড়বে কয়েক হাজার শ্রমিকের মধ্যে। ভোলাগঞ্জ ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায়ও কয়েক হাজার শ্রমিক মিলে রাতের আঁধারে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন জনৈক আঞ্জু মিয়া। তার বিরুদ্ধে পরিবেশ ধ্বংস ও তার মালিকানাধীন গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এদিকে, গত কয়েকদিন থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুর কথোপোকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই অডিও ক্লিপে শোনা গেছে, ওসি বলছেন, ‘আজ ভোলাগঞ্জে অভিযান হবে না। শাহ আরেফিন টিলায় হবে। তোমরা সারা রাত সব মেশিন লাগিয়ে পাথর উত্তোলন কর। তোমাদের কোনো অসুবিধা নেই।’ টেলিফোনে পাথরখেকোদের এমন বার্তাই দিচ্ছিলেন ওসি। তবে অডিও ক্লিপের কথা অস্বীকার করেছেন ওসি সজল কুমার কানু। এরকম নির্দেশ দেওয়া বা অডিও ক্লিপ ভাইরাল হওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর