রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিম্ন আয়ের মানুষদের বাঁচাতে হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্‌বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর ব্যবস্থাপনার অভাবে এক সংকটময় অবস্থায় পড়েছে দেশ। এ সময় নিম্নআয়ের মানুষজনকে বাঁচিয়ে রাখার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। দিন আনে দিন খায় ছয় কোটির অধিক মানুষ। আগামী তিন থেকে ছয় মাস যেন তাদের খাওয়ানো যায় তার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ব্যয় কমিয়ে এ ক্ষেত্রে ব্যয় করতে হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মান্না বলেন, বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনো উন্নয়ন প্রকল্প হতে পারে না। ইতিমধ্যে আমরা দেখেছি যেটুকু সহায়তা দরিদ্র মানুষের জন্য যাচ্ছে তাতে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালীরা চুরি, কম দেওয়া, সাহায্যের চাল-গম বাইরে বিক্রি করার মতো ঘটনা ঘটাচ্ছেন। এ নিয়ে কথা বলায় সাংবাদিকদের হেনস্তা করার মতো অনাকাক্সিক্ষত বিষয়গুলো শুরু হয়ে গেছে। মানুষ এ কার্যক্রমের তদারকির জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ আশাপ্রদ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে।

দুর্যোগের এ সময়ে সব দলকে এক হয়ে কাজ করতে হবে, আর এ উদ্যোগ নিতে হবে সরকারকেই।

মান্না বলেন, আমাদের দল নাগরিক ঐক্য সীমিত সাধ্যের মাঝেই মেডিকেল টিম করে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছে। ইতিমধ্যে ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রাতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরুর উদ্যোগে ভাটারায় বস্তির ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবণ বিতরণ করা হয়েছে। দেশের এই দুর্যোগ মুহূর্তে যে কোনো ভালো উদ্যোগে নাগরিক ঐক্য সমর্থন জানাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর