রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৬০০ অসহায় ছিন্নমূলকে সহায়তা ভাটারা থানার

নিজস্ব প্রতিবেদক

৬০০ অসহায় ছিন্নমূলকে সহায়তা ভাটারা থানার

রাজধানীর প্রগতি সরণি, গুলশান, বাড্ডা, বারিধারা ও সোলমাইদ এলাকায় গতকাল খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে ভাটারা থানা পুলিশ -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদের পাশে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ। রাজধানীর প্রগতি সরণি, গুলশান, বাড্ডা, বারিধারা ও সোলমাইদ এলাকার ছয় শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল সকাল ১০টায় সোলমাইদ উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। এ সময় তিনি বলেন, বিভিন্ন কারণে আমরা মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ি। করোনাভাইরাস সে ধরনের একটি দুর্যোগ। এ কারণে আমাদের ঘরে থাকতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। তাই অসহায় মানুষের পেট চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মমতাজুল এহসান মোহাম্মদ হুমায়ুন, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিফ, পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুক ও সোলমাইদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, আপনারা যাতে অভুক্ত না থাকেন, সে চেষ্টার অংশ হিসেবে সরকারের নির্দেশে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করছি। আপনারা বিনা কারণে কেউ ঘরের বাইরে যাবেন না। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। জানা যায়, ভাটারা থানার ওসির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম নেওয়া হয়। সোলমাইদ স্কুল মাঠে দুই ধাপে দুস্থদের মধ্যে ত্রাণ দেওয়া হয়। প্রথমে ৪২০ জনকে, পরে ২০০ জনকে ত্রাণ দেওয়া হয়। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, একটি করে সাবান দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণকালে প্রত্যেককে তিন ফুট দূরতে বসিয়ে রাখা হয়। বসা অবস্থায় পুলিশ সদস্যরা তাদের কাছে গিয়ে ত্রাণের প্যাকেট দিয়ে আসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর