রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আইসোলেশন সেন্টার হবে যাত্রীবাহী লঞ্চ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের চিকিৎসার জন্য যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। গতকাল ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ  চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপক‚লীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে এ ব্যবস্থা খুবই গুরত্বপূর্ণ হবে। পরে প্রতিমন্ত্রী সদরঘাটে ঘাট শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর