রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

২ হাজার পরিবারের মধ্যে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২  কেজি আলু বিতরণ করা হয়। এ সময় আকবর হোসেন খান পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক), ঢাকার অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোহাম্মদ মাহমুদুল হক, বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। সাততলা বস্তিতে ৯শ, বেলতলা বস্তিতে ৫শ ও গুলশান এলাকার বিভিন্ন পয়েন্টে ৬শ দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা কার্যক্রমে রেডক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়াও ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে গতকাল ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোট ২৭৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এদিকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে  হোম কোয়ারেন্টাইন না মানা, অপ্রয়োজনে ঘোরাঘুরি করা এবং সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণ বিতরণের নামে গুজব সৃষ্টি করে জনসমাগম করায় গতকাল ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলায় ১৬টি মোবাইল  কোর্ট পরিচালনা করে ৯ হাজার ৫৪২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলায় দুজনকে কারাদ  প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর