রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পোশাককর্মীরা ঢাকায় ফেরায় করোনার ঝুঁকি বাড়বে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে লাখ লাখ পোশাককর্মী শহরে প্রবেশ করছেন। পোশাককর্মীরা রাজধানীতে ফিরে আসায় নগরে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে বহু নাগরিক আমাকে ফোন করে অবহিত করেছেন। তৈরি পোশাক কারখানা খোলা রাখার খবরে নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’ এ পরিপ্রেক্ষিতে গার্মেন্টস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর নগর ভবনে গতকাল নিম্নমধ্যবিত্তদের জন্য খাবার পৌঁছে দেওয়ার একটি কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, ‘আমি আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, বিষয়টি আরেকবার ভেবে দেখা যায় কি না, পুনর্বিবেচনা করা যায় কি না। বিষয়টি যদি তারা আরেকবার ভেবে দেখেন, সিচুয়েশন কী হতে পারে, ইতিবাচক কতটুকু হতে পারে, কিংবা নেতিবাচক প্রভাব যদি পড়ে যায়, সে ক্ষেত্রে জটিলতা কতটুকু হতে পারে?’ এর আগে তিনি বলেন, ‘লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্য নিতে অনাগ্রহী নাগরিকদের জন্য হটলাইন চালু করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দুুই দিন ধরে হটলাইনে নিম্নবিত্ত পরিবারগুলোর পক্ষ থেকে খাবার সরবরাহের অনুরোধ আসতে থাকায় আজ (গতকাল) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। আমরা গতকাল পর্যন্ত ৪৫০টি কল রিসিভ করেছি। আজ আরও অনেক ফোন এসেছে। আমরা সেগুলোর তালিকা করেছি। এক মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলবে।’ ডিএসসিসির হটলাইন নম্বর হলো : ০১৭০৯৯০০৭০৩ ও ০১৭০৯৯০০৭০৪। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৫০ হাজার পরিবারের মধ্যে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। গতকাল আমরা ২০টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করেছি। এ ছাড়া আমাদের শহরে যারা ভাসমান রিকশাচালক রয়েছেন, তাদের মধ্যেও আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর