সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রোগী নেই বহির্বিভাগে ফোনে চিকিৎসা

রাজশাহী মেডিকেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রোগী নেই বহির্বিভাগে ফোনে চিকিৎসা

করোনা আতঙ্কে প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। কেবল হাসপাতালের আশপাশের এলাকারই হাতে গোনা কিছু রোগীর দেখা মিলছে। তবে কর্তৃপক্ষের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলেও যানবাহন চলাচল না করায় রোগী সংকট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়েরই তুলনায় ৯০ ভাগ রোগী নেই এখন। করোনা পরিস্থিতি ডিঙিয়ে হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা নিতে আসছেন কেবল আশপাশের এলাকার রোগীরাই। করোনা সতর্কতায় আশপাশের উপজেলা থেকে আর তেমন রোগী আসছে না। ফলে রোগী কমেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। নানা ধরনের অসুস্থতা নিয়ে প্রতিদিন অসংখ্য রোগী ভিড় জমান এখানে। বিশেষ করে দরিদ্র শ্রেণির রোগীদের ভরসা এই আউটডোর। কিন্তু এখন পাল্টে গেছে চিত্র। করোনার কারণে হঠাৎ করেই থমকে গেছে রোগীদের ভিড়। তবে জরুরি স্বাস্থ্যসেবা নিতে এখনো আসছে কিছুসংখ্যক রোগী। নগরীর উপকণ্ঠ রায়পাড়া থেকে আসা রোগী রাজু আহমেদ জানান, তার শিশুসন্তানের চিকিৎসায় এসেছিলেন। কিন্তু হাসপাতালে এসে চিকিৎসকের দেখা পাননি তিনি। হড়গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোজিনা বেগম বলছিলেন, তিনি হাতের ব্যথা নিয়ে এসেছেন। তিনি এক্সরে করেছেন। চিকিৎসকের দেখাও পেয়েছেন। ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। তবে করোনা পরিস্থিতিতেও দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল যৌথভাবে কাজ করছে। বাতিল করা হয়েছে চিকিৎসক ও টেকনিশিয়ানদের ছুটিও।  রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, কোনো রোগীই যেন চিকিৎসা না পেয়ে ফিরে না যায়, সেজন্য সবার ছুটি বাতিল করা হয়েছে। কলেজের চিকিৎসকরা আন্তরিক সহযোগিতা করছেন। সীমিতভাবে বহির্বিভাগ চলছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘বর্তমানে ৯০ ভাগ রোগীই আর আসছেন না বহির্বিভাগে। গড়ে প্রতিদিন অন্তত চার হাজার রোগী আসতেন বহির্বিভাগে। কিন্তু করোনার কারণে এখন গড়ে মাত্র ৪০০ রোগী পাচ্ছি আমরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর