সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা সতর্কতায় গাজীপুর পুলিশের ব্যতিক্রমী আয়োজন

গাজীপুর প্রতিনিধি

করোনাভাইরাস  মোকাবেলায় করণীয় কি, তা জানেন নি। শোনেন তবে আমরা কইতাছি। গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি” এই গানের তালে তালে নেচে গেয়ে গাজীপুরে বিভিন্ন পথে প্রান্তরে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ও পুলিশ সদস্যরা। গতকাল দিনব্যাপী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, মনিপুরসহ বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক এ গান পরিবেশন করা হয়। পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নারী-পুরুষের সমন্বয়ে এই দল গঠন করা হয়। শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে এ সংগীত পরিবেশন করেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে অতিথি হিসেবে অংশ নিয়ে গানের সঙ্গে তাল মেলান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মেজাম্মেল হক। এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রসেসে বিশ্বের বড় বড় দেশ, ধনীরাষ্ট্র আক্রান্ত হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া এবং ইতালিতে আক্রান্তের তুলনায় আল্লাহর মেহেরবাণীতে বাংলাদেশ অনেকটা ভালো রয়েছে। এই ভালোটা ধরে রাখতে হলে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা  অবশ্যই সবাইকে পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর