মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১৮ এপ্রিলেই বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হবে সংসদের এই সপ্তম অধিবেশন। এর আগে করোনার কারণে এই অধিবেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেছিলেন সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে ১৮ এপ্রিলের মধ্যে এক দিনের জন্য হলেও অধিবেশন বসতে হবে। কার্যত সাংবিধানিক শর্ত পূরণে ডাকা এই অধিবেশনের মেয়াদ হবে একেবারেই সংক্ষিপ্ত। অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে। সেক্ষেত্রে এক অথবা দুই কার্যদিবস পর্যন্ত স্থায়ী হতে পারে এই অধিবেশন। সংসদের গণসংযোগ বিভাগ গতকাল জানায়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের ৭ম (২০২০ খ্রিস্টাব্দের দ্বিতীয়) অধিবেশন আহ্বান করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় অধিবেশনটি ডাকা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। সর্বশেষ চলতি বছরের প্রথম ও একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বিশেষ সতর্কতার সঙ্গে এ সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই সংসদ অধিবেশন পরিচালিত হবে। এখন ঢাকায় আছেন এমন এমপিদেরকেই শুধু সংসদে আসতে উৎসাহ দেওয়া হবে। সংসদ ভবনে প্রবেশের সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও প্রক্রিয়া অনুসরণ করা হবে। এই অধিবেশন হবে একেবারেই সংক্ষিপ্ত, এক অথবা দুই কার্যদিবস চলতে পারে।

সর্বশেষ খবর