বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের সংবাদে তোলপাড়

ত্রাণ নিয়ে এই প্রহসন কেন?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি তোলার পর ত্রাণসামগ্রী কেড়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারের কাছে ত্রাণ নিয়ে প্রহসন কেন করেছেন মর্মে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অসহায় মানুষদের মারধরের নিমিত্তে ধাওয়া ও অসম্মান করার অভিযোগে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য পাওয়ার পর তা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার গত সোমবার ত্রাণ দেওয়া হবে এ কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে নেন। এরপর ফটোসেশন করে তাদের কাছ থেকে ত্রাণসামগ্রী কেড়ে নেন। এর প্রতিবাদ করায় ওই পরিবারগুলোর ওপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। গত মঙ্গবার বাংলাদেশ প্রতিদিনে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর