শিরোনাম
শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিম্ন মধ্যবিত্তদের ত্রাণ দেওয়ার পরামর্শ শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘প্লিজ তোমরা নিম্ন মধ্যবিত্তের খবর নাও। অনেকে চাইতে পারছেন না। লজ্জায় বলতেও পারছেন না। তাদের জন্য আমাদের কিছু করতে হবে। যারা চাইতে পারছেন না, তাদের সঙ্গে কথা বলো। প্রয়োজনে কৌশলে জেনে  নাও তাদের অবস্থা। গোপনে বাড়িতে খাবার পাঠাও। এটা শুধু আল্লাহর জন্য। এভাবে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের পাড়া-মহল্লায় পঞ্চায়েত ও সমাজকর্মীদের পরামর্শ দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও তার পত্নী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের জন্য চাল, ডাল, তেল, পিয়াজ, আলু পাঠিয়েছেন ওসমান পরিবারের সদস্যরা। এখন নিম্ন মধ্যবিত্তদের ঘরে ঘরে খোঁজ নিয়ে খাদ্য সরবরাহ করছেন লিপি ওসমান। বৃহস্পতিবার রাত ১০টায় ফতুল্লার সস্তাপুর থেকে অভাবী মানুষের চাহিদা এলে ৩০০ পরিবারের জন্য খাবার পাঠিয়ে তা বিতরণ করেন তিনি। এর আগে দেড় হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন ওই নারী সমাজকর্মী। লিপি ওসমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মধ্যবিত্ত পরিবারগুলোকে নিয়ে সবাইকে চিন্তা করতে হবে। সবাই মিলে একটু একটু করে দিলে অন্তত মানুষ খেয়ে বাঁচবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। যাদের সামর্থ্য আছে, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমে এ আহ্বানের মাধ্যমে সাবাইকে জাগ্রত করেত চাই। তিনি বলেন, ‘আমি এমপি শামীম ওসমানের সংসদীয় এলাকায় সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছি যে, তোমরা দয়া করে নিম্ন মধ্যবিত্তের খবর নাও। তারা চাইতে পারছে না। বলতেও পারছে না। এলাকায় যারা সামর্থ্যবান আছেন, তাদের পাশের ফ্ল্যাটের খবর নিতে বলেছি। একটু একটু করে ভাগাভাগি করি। তিনি বলেন, আমরা নিজেরা একটু আইটেম কমিয়ে খাই। নবীজি তো নিজেই বলেছেন, যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায় তিনি প্রকৃত মোমেন নন। আমরা যেন সেই তালিকায় না পড়ি ভাই। ইসলামের রীতি মতে, আশপাশের ৪০ বাড়ির খবর রাখি। নিজের প্রচারণা নয়। এখন বাঁচার সময়, আসুন মানুষকে বাঁচতে তাদের পাশে দাঁড়াই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর