শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেরাইদে ২২০০ পরিবারে এমপি রহমতুল্লাহর খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বেরাইদে ২২০০ পরিবারে এমপি রহমতুল্লাহর খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ তার নির্বাচনী এলাকার বেরাইদে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরিব, অসহায় মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। গত বৃহস্পতিবার ও গতকাল (শুক্রবার) নির্বাচনী এলাকার বেরাইদে ২২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতি পরিবারে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে একেএম রহমতুল্লাহ এমপি বলেন, করোনাভাইরাস নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। অহেতুক কেউ ঘর থেকে বের হবেন না।  আমরা তালিকা করে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেব। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমরা সে কাজটিই করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, কেউ অনাহারী থাকবেন না। তালিকা করে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। কিন্তু ত্রাণের জন্য রাস্তায় বের হয়ে করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। কারণ এ রোগ দেখা যায় না, কার দ্বারা কে আক্রান্ত হবেন সেটা বলা মুশকিল। কাজেই এই মুহূর্তে ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ। যারা চক্ষুলজ্জার কারণে খাদ্য সামগ্রী চাইতে পারেন না, তাদের উদ্দেশে এমপি একেএম রহমতুল্লাহ বলেন, সরাসরি আমাকে ফোন করুন, অথবা স্থানীয় আওয়ামী লীগ অথবা কাউন্সিলদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন। পরিচয় গোপন রেখেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। যতদিন করোনাভাইরাসের প্রকোপ থাকবে, আমরা ততদিন মানুষের পাশে থাকব। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর