শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ব্যাংক খাতে তারল্য বাড়াতে বিশেষ ছাড়

প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ৭২ হাজার ৭৫ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে ব্যাংকগুলোকে সরাসরি অন্তত ৫০ হাজার কোটি টাকা দিতে হবে। এ কারণে ব্যাংক খাতে যেন তারল্য ঘাটতি না হয় সে জন্য ব্যাংকগুলোকে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআর (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট) এবং রেপো (পুনঃক্রয় চুক্তি) সুদহার এবং সিআরআর কমানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। নগদ জমা সংরক্ষণের হার ১ শতাংশ কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৫টি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা জিডিপির ২ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে দুটি প্যাকেজের আওতায় কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), শিল্প ও সেবা খাতে ৫০ হাজার কোটি টাকার ঋণ দিতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব উৎস থেকে। ব্যাংক ঋণনির্ভর সরকারি এসব প্রণোদনা বাস্তবায়ন ও ঋণসুবিধা দিতে যেন তারল্য সংকট না হয় সে জন্যই এ ছাড় দিয়েছে  কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা আগামীকাল ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর