শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী, গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীর কাছে এসব সামগ্রী পাঠানো হচ্ছে। দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার ও গতকাল (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ার গরিব, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী, বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ট্রাকে করে পৌঁছে দেয় ত্রাণ উপকমিটির সদস্যবৃন্দ। এ ছাড়াও টুঙ্গিপাড়ার চিকিৎসকদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সায়েরা খাতুন মেডিকেল হাসপাতাল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স’এ পিপিই সরবরাহ করা হয়। এ ছাড়াও ট্রাক করে গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া, মুকসুদপুর, শরীয়তপুর জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর জেলায় বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পৌঁছে দেন ত্রাণ ও  সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, মোজাফফর হোসেন জমদ্দার, আখলাকুর রহমান মাইনু, হারুন অর রশীদ, পল্লব কুমার সিংহ, শেখ আতিকুর রহমান সুমন, আকাশ জয়ন্ত প্রমুুখ। এ ছাড়াও জনকণ্ঠ, মাইটিভিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিকটও করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ব্যক্তিগত উদ্যোগে পিপিই বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর