রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

গণভবনসূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে   স্ব স্ব জেলার অবস্থান জানবেন। সূত্র জানান, আজকে ভিডিও কনফারেন্স হলেও করোনাভাইরাসের কারণে দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ প্যাকেজ প্রণোদনা ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশজুড়ে ৩৪ লাখ দরিদ্র পরিবারে প্রতি মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে হন্তান্তর করার পরিকল্পনা রয়েছে। এপ্রিল থেকে শুরু হয়ে তিন মাস এ সহায়তা অব্যাহত থাকবে বলে সূত্রটি জানিয়েছেন। এর আগে ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। তার আগে ৩০ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর