রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুর্ভোগ পিছু ছাড়ছে না খুলনাবাসীর

‘জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার’ প্রকল্পে স্থবিরতা

সামছুজ্জামান শাহীন, খুলনা

দুর্ভোগ পিছু ছাড়ছে না খুলনাবাসীর

খুলনার কেডিএ এভিনিউ সড়কে থমকে গেছে ড্রেন নির্মাণ কাজ -বাংলাদেশ প্রতিদিন

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের ১৪৩১ কোটি টাকার বড় দুই প্রকল্পের কাজ আটকে গেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে খুলনা সিটি করপোরেশন। এরই মধ্যে দুই দফায় কাজ বন্ধের নির্দেশনা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, করোনা পরিস্থিতিতে আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেন ও সড়ক সংস্কার কাজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ড্রেনের নির্মাণ কাজ শুরুর পর তা বন্ধ হয়ে গেছে। সময় মতো এসব কাজ শেষ না হলে উন্মুক্ত ড্রেনে লোহার রড ও সড়কে খানাখন্দে ভোগান্তি বাড়বে। জানা যায়, বৃষ্টি হলেই মহানগরীর বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেনের নোংরা পানির সঙ্গে আবর্জনায় তলিয়ে যায় চারপাশ। এতে বাড়ে নাগরিক ভোগান্তি। কেসিসির প্রধান পরিকল্পনাবিদ আবির-উল জব্বার বলেন, জলাবদ্ধতা নিরসনে ৮২৩ কোটি টাকা এবং সড়ক মেরামতে ৬০৮ কোটি টাকার বড় দুটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে  কোথায় কী কাজ হবে তার বিকিউ (বিল অব কোয়ান্টিটি) প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ময়ূর নদসহ ৮টি খাল খনন, পাড় বাঁধাই ও জোয়ারের সময় শহরের পানি পাম্প করে নদীতে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু করোনার কারণে সবকিছুই স্থবির হয়ে গেছে। ড্রেন নির্মাণ ও সংস্কার কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াও আটকে গেছে। এ ছাড়া করোনার প্রভাবে শ্রমিক ও কাঁচামালের সংকটে নগরীতে আরও ১৮৪ কোটি টাকার উন্নয়ন কাজও বন্ধ রয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান বলেন, করোনার      কারণে সব উন্নয়নমূলক কাজে গতি হারিয়েছে। বিভিন্ন স্থানে আংশিক কাজ হওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। বর্ষার আগে এসব কাজ শেষ না হলে ভোগান্তি আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর