রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সেনা তত্ত্বাবধানে সুস্থ হয়ে রাঙামাটির পাঁচ শিশু মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটির সাজেক ভ্যালীর দুর্গম পল্লী থেকে হেলিকপ্টারে নিয়ে আসা হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশু হাসিমুখে ফিরল তাদের মা-বাবার  কোলে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সর্বাত্মক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধানে ১৮ দিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর গতকাল বেলা ১১টায় তারা ছাড়া পায়। অনেকটা মৃত্যুর মুখ থেকে সুস্থ হয়ে ফিরে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই শিশুরা হলো- প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), নহেন্দ্র ত্রিপুরা (১০), রোকেদ্র ত্রিপুরা (৮) ও দীপায়ন ত্রিপুরা (১৩)। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দুই মাস ধরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাম ও নিউমোনিয়ায় কয়েক শিশু আক্রান্ত          হয়। তাদের মধ্যে আটটি শিশু মারাও যায়। খবর পেয়ে গত ২৪ মার্চ সেনাবাহিনীর চিকিৎসক দল এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক হেলিকপ্টারযোগে আক্রান্ত এলাকায়  পৌঁছায়। সেখানে ৫ শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে এনে ভর্তি করা হয়। জানা গেছে, শিশুদের চিকিৎসাধীন সরকারি বরাদ্দের বাইরে সব আনুষঙ্গিক খরচ সদর দফতর ২৪ পদাতিক ডিভিশন বহন করেছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, আমরা সব সময় পাহাড়ি নৃ-গোষ্ঠীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

 এর আগেও এরকম কার্যক্রম পরিচালনা করেছি। মানবিক সহায়তার ক্ষেত্রে কোনো কার্পণ্য করি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর