রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পার হলো চাঞ্চল্যকর নুসরাত হত্যার এক বছর

ফেনী প্রতিনিধি

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার এক বছর পূর্ণ হয়েছে গত ১০ এপ্রিল। ২০১৯ সালের ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত। একই বছরের ২৪ অক্টোবর মামলায় সব আসামিকে মৃতুদন্ড দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। এদিকে নুসরাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার নুসরাতের বাড়িতে পারিবারিক আয়োজনে কোরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন। নুসরাতের কবর জিয়ারত করতে আসেন পিবিআইর পরিদর্শক   আবুল কাশেম ভূঞা ও রতেপ চন্দ্র দাসের নেতৃত্বে ৫ সদস্যের দল। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ ও ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুসরাতের ভাই মামলার বাদী মাহমুদুল হাসান নোমান তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমরা বিচারিক আদালতে ন্যায়বিচার পেয়েছি। আমরা শুনেছি আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। শিগগিরই উচ্চ আদালতে আপিলের শুনানি শুরু হবে।

উচ্চ আদালতের কাছেও আমরা ন্যায়বিচার প্রত্যাশী। মহান আল্লাহর দরবারে আমার বোনের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের পরিবারের জন্য একমাত্র হুমকি আসামিদের স্বজন ও ক্যাডারদের ব্যবহৃত ফেসবুক। তাদের আইডি থেকে আমাদের পরিবার ও আমার বোনকে নিয়ে বিষোদগার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’ নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে যেমন আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমি আশাবাদী। দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। আমাদের দৃষ্টি এখন উচ্চ আদালতের দিকে। আদালতের রায়ের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর