সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মৃতদের দাফনের দায়িত্ব নিলেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মৃতদের দাফনের দায়িত্ব নিলেন মেয়র আরিফ

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন কাফন ও সৎকারের ব্যবস্থা করবেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ প্রতিদনিকে এমন তথ্য জানিয়েছেন তিনি। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটে কভিড-১৯ আক্রান্ত হয়ে কোনো মুসলমান মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করবে সিটি করপোরেশন। ধর্মীয় নিয়মানুসারে তাকে দাফন করা হবে হযরত মানিকপীর (রহ.)’র কবরস্থানে।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার সৎকার করা হবে চালিবন্দর শ্মশানঘাটে।

অন্যান্য ধর্মের কেউ মারা গেলে তাকেও নিজ নিজ ধর্মানুসারে সৎকারের ব্যবস্থা করা হবে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এখনো মানুষ করোনার ভয়াবহতা বুঝতে পারছেন না। বারবার নিষেধ করার পরও অনেকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। এতে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সবাইকে ঘরে থাকা প্রয়োজন।’

সর্বশেষ খবর