সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বরিশালে বাসদেও বিনামূল্যের বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কর্মহীন অসহায় দুস্থদের ত্রাণ সহায়তার জন্য ব্যতিক্রমী বাজার স্থাপন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ। গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয় চত্বরে এই বাজার উদ্বোধন করা হয়। এ সময় জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই বাজার থেকে করোনার কারণে কর্মহীন পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যসামগ্রী বিনামূল্যে নিতে পারবেন। আয়োজক সংগঠন জেলা বাসদের সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, একটি পরিবারে প্রতিদিন চাল ডাল ছাড়াও তেল, লবণ, ডিম. তরিতরকারি, সাবান, টুথপেস্টসহ অনেক কিছু প্রয়োজন হয়। দুস্থদের পক্ষে এসব পণ্য কেনা সম্ভব হচ্ছে না। তাদের জন্য এই বাজারের ব্যবস্থা।

 

এই বাজারের জন্য প্রতি পরিবারকে ৫০০ পয়েন্টের একটি করে কার্ড দেয়া হয়েছে। ওই সব পরিবার তার পয়েন্ট খরচ করে এই বাজার থেকে প্রয়োজনীয় পন্য নিতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডা. মনিষা চক্রবর্তী।

সর্বশেষ খবর