সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গ্রামীণ হাটবাজার স্থানান্তরের নির্দেশ

নিজামুল হক বিপুল

গ্রামীণ হাটবাজার স্থানান্তরের নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গ্রামীণ হাটবাজারগুলোকে প্রশস্ত এবং  খোলামেলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের পাঠানো হয়েছে। গতকাল বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গ্রামাঞ্চলের অধিকাংশ হাটবাজার সংকীর্ণ জায়গায় অবস্থিত হয়। ওই সব বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে গ্রামীণ হাটবাজারের ক্রেতা বিক্রেতা এবং জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন। গ্রামীণ কাঁচা বাজারগুলোকে অপেক্ষাকৃত খোলামেলা স্থানে কিংবা বড় কোনো খোলা মাঠে স্থানান্তর করার ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গ্রামীণ হাটবাজার ও কাঁচা বাজারগুলোকে পার্শ্ববর্তী কোনো খেলার মাঠে, স্কুলের মাঠে কিংবা  খোলা স্থানে স্থানান্তর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর