সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না

-আইজিপি

নিজস্ব প্রতিবেদক

সরকারি ত্রাণ চুরি ও অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বলেছেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। গতকাল পুলিশ সদর দফতর থেকে এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন  ইউনিটের কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

সর্বশেষ খবর