শিরোনাম
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খুলনায় বহিরাগতদের ভিড়, শঙ্কা

নতুন করে ১০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় বহিরাগতদের ভিড়, শঙ্কা

করোনা আতঙ্কের মধ্যেই খুলনায় হঠাৎ করে বহিরাগতদের ভিড় বাড়ছে। একই সঙ্গে চাকরির কারণে এতদিন যারা অন্য শহরে ছিল, তারাও ফিরতে শুরু করেছেন। এতে করোনা সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় প্রায় ১০ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদের অধিকাংশই সম্প্রতি অন্য শহর থেকে এখানে এসেছেন। খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন। জানা যায়, খুলনা শহর ও শহরতলীর আশপাশে ঢাকাসহ বড় শহর থেকে আসা অনেক মানুষ বাড়িভাড়া নেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে গত ৬ এপ্রিল রূপসা উপজেলার দেবীপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে সালেহা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনার সাত দিন আগে ওই বৃদ্ধা তার নাতির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তাৎক্ষণিক ওই নারীর সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন ও আশপাশের ২০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়। যদিও পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস মেলেনি। একইভাবে গতকাল দুপুরে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফেরা এক বৃদ্ধের বাড়িতে লাল পতাকা টানিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে পুলিশ। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে ও গ্রামের প্রবেশ পথে বাঁশের প্রতিবন্ধকতা দিয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনা থেকে নিজেদের বাঁচাতে এ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, খুলনা বিভাগে প্রায় ৩২ হাজার বিদেশফেরত ছিল। তাদের মধ্যে ২০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন জেলা থেকে যারা আসছে তাদের মধ্য থেকে প্রায় ১০ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে তাদের বাধ্যতামূলক ঘরে রাখতে প্রশাসন কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর