শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সৌন্দর্য বাড়াচ্ছে সূর্যমুখী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সৌন্দর্য বাড়াচ্ছে সূর্যমুখী

করোনা আতঙ্কে ঘরবন্দী রাজশাহী নগরবাসী। রাস্তাঘাটে নেই তেমন যানবাহন। দিনভর অনেকটাই ফাঁকা থাকছে নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির সড়কগুলো। কিন্তু নগরীর প্রধান সড়কের ডিভাইডারগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। বিশেষ করে সিঅ্যান্ডবি মোড় থেকে কোর্টবাজার পর্যন্ত ডিভাইডারটি সূর্যমুখী ফুলের আলোয় হাসছে রাত-দিন। রাজশাহী নগরীর এই রোড ডিভাইডারটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে। বড় বড় গোলাকার সূর্যমুখী ফুলগুলো যেন হাতছানি    দিয়ে ডাকছে পথচারীদের। রাজশাহী নগরীতে বহুদিন ধরেই ফুল গাছ লাগানো হচ্ছে রোড ডিভাইডারে। কিন্তু এই প্রথম সূর্যমুখী ফুলে সাজানো হয়েছে সিঅ্যান্ডবি থেকে কোর্টবাজার পর্যন্ত এই ডিভাইডারটি। তাতেই যেন বাজিমাত। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এটি ছিল আমাদের ভিন্ন পরিকল্পনা। নগরবাসীর একগুঁয়েমি দূর করতে ভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে রোড ডিভাইডার। এতে যেমন পথচারীদের আকর্ষণ বাড়বে, তেমনি এই ফুলের সৌন্দর্যে বিভিন্ন জায়গা থেকে ফুলপ্রেমীরা এসে ভিড় করবেন। ফুলের বীজ বিক্রি করে বাড়তি আয়ও করা যাবে। যা অন্য কোনো ফুলে সম্ভব নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর