শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কভিড-১৯ ডেডিকেটেড ঘোষণা আরও চার হাসপাতালকে

নিজস্ব প্রতিবেদক

দেশের আরও চারটি হাসপাতালকে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মারুফুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল এই বিষয়টি জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো- শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।

উল্লিখিত হাসপাতালসমূহের সব রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর, সুচিকিৎসা নিশ্চিত করা এবং খালি করা হাসপাতালগুলোকে কভিড-১৯ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর