শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দলীয় ত্রাণ কমিটির ভূমিকা নিয়ে সংশয় টিআইবির

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ‘ত্রাণ কমিটি’ গঠনের ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে এই পদক্ষেপ যেন ‘স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার’ মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জাতির ক্রান্তিলগ্নে দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ চুরি ও আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি এবং তাতে দলীয় নেতা-কর্মীদের জড়িত থাকার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তাতে দলীয় ‘ত্রাণ কমিটি’ কার্যত কতটুকু ইতিবাচক ভূমিকা রাখবে তা নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক নয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, বর্তমান মহাসংকটকালে সবচেয়ে বেশি বিপন্ন হতদরিদ্র জনগোষ্ঠী।

 এর সঙ্গে যুক্ত হয়েছেন করোনা সংক্রমণের কারণে সৃষ্ট অচলাবস্থায় বেকার হয়ে যাওয়া মানুষ। এদের সবার কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে এবং এক্ষেত্রে দলীয় বিবেচনা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই। তিনি বলেন, অন্ন সংকটে পড়া কেউ যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, দেশের নানা প্রান্ত থেকে রোজই আমরা ত্রাণ আত্মসাৎ ও চুরির খবর পাচ্ছি এবং দুঃখজনকভাবে এই অপকর্মে যারা জড়িত বলে অভিযোগ আসছে, তাদের প্রায় সবারই দলীয় পরিচয় রয়েছে। এমন বাস্তবতায় নতুন করে যে ত্রাণ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে তা এই অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেবে কী না সেই আশঙ্কা অমূলক নয়।

সর্বশেষ খবর