শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টঙ্গীতে আড়ত মালিকদের বিরুদ্ধে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাল, ডাল, তেল, পিয়াজ, চিনিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আড়ত মালিকদের বিরুদ্ধে। অসাধু ব্যবসায়ীরা মাল গুদামজাতের মাধ্যমে সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কিছুই তোয়াক্কা করছেন না। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুর জেলায় পাইকারি বাজার হলো টঙ্গী বাজার। গাজীপুর ও আশপাশ জেলার মানুষ সুলভমূল্যে পণ্য কেনার জন্য টঙ্গী বাজারে আসেন। করোনা মহামারী ও রমজান মাস সামনে রেখে এখানকার আড়ত মালিকরা মালের কৃত্রিম সংকট সৃষ্টি করে সব পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। প্রতি বস্তা চাল ২০০ থেকে ৩০০, পিয়াজ প্রতি কেজি ১৫ থেকে ২০, তেল প্রতি লিটার ১০ থেকে ১৫ টাকা- এমনিভাবে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘জিনিসের দাম বাড়িয়ে দিলে গরিবের মরণ ছাড়া কোনো উপায় নেই। এমনিতেই কাজকর্ম নেই, আয় বন্ধ, তার ওপর যদি জিনিসের দাম বাড়ে তাইলে আমগো কী অইব?’

টঙ্গী বাজারের চাল ব্যবসায়ী দেলোয়ার খান দুুলু বলেন, ‘চালের দাম মোকামেই একটু বেশি, তা ছাড়া ভাড়াও বেশি যে কারণে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন, আবার মুদি ব্যবসায়ীরা অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন।’

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘পণ্যের দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে কয়েকদিন আগে টঙ্গী বাজার ভাই ভাই রাইস মালিকসহ বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অহেতুক দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে সিটি করপোরেশন টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন বলেন, ‘রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন, রমজান শুরু হওয়ার আগেই অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর