শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাঁচ প্রণোদনা পাবেন পল্লী বিদ্যুৎ কর্মীরা

‘সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’- এ স্লোগানে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ ঘরে অবস্থান করছে। চলমান সেচ মৌসুম, সামনে রমজান ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রম শুরু করেছি। জীবনের ঝুঁকি নিয়ে যারা এ কার্যক্রমে জড়িত রয়েছে, তাদের পাঁচটি প্রণোদনা দেওয়ার ব্যাপারেও বিবেচনা করছি। প্রণোদনাগুলো হলো- এ কার্যক্রমে নিয়োজিতদের প্রমোশনের ব্যবস্থা করা। এ কাজে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয় তাদের সব ব্যয় বহন করা ও যদি কোনো কারণে কর্মকর্তা-কর্মচারী মারা যান তার পরিবারকে ১০ লাখ টাকা এবং তার পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা ইত্যাদি। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর