রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অলি-গলির বাজার এখনো সরগরম, চলছে আড্ডাও

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

অলি-গলির বাজার এখনো সরগরম, চলছে আড্ডাও

সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে না কেউ। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরীর কাট্রলীর ফল্যাতলী বাজার থেকে তোলা -দিদারুল আলম

প্রশাসনের কড়া নজরদারিতে চট্টগ্রামে প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও অলি-গলি এবং সেখানকার কাঁচাবাজার এখনো সরগরম, চলছে আড্ডাও। সরেজমিনে এমন চিত্র দেখা যায় নগরীর বিবিরহাট এলাকার সুন্নিয়া মাদ্রাসার পাশের রেললাইন, ষোলশহর, মোহাম্মদপুর এলাকা, ২নং গেট, পাহাড়তলী, ফল্যাতলী বাজার, মুন্সিপুকুর পাড়সহ বিভিন্ন স্থানে। দূরত্ব বজায় রেখে বাজার করার নির্দেশনা থাকলেও বাজারে দেখা যায়, মানুষের ভিড়। অলি-গলিতে তরুণদের জটলা ও আড্ডায় সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে নতুন করে বাড়াচ্ছে আতঙ্ক। অভিযোগ আছে, করোনা আতংকের মধ্যেও বিবিরহাট এলাকার সুন্নিয়া মাদ্রাসার পাশের রেললাইন ও সড়কের উপরে বসা কাঁচাবাজার থেকে পুলিশের পাশাপাশি স্থানীয় চিহ্নিত কিছু মাস্তান নিচ্ছে চাঁদা। পেটের দায়ে রাস্তায় বসা কাঁচাবাজার দোকানিরা নীরবেই নিয়মিত দিয়ে আসছেন এসব চাঁদা। সরেজমিনে নগরীর বিভিন্ন গলিতে ঘুরে দেখা গেছে বেশকিছু দোকান-পাট খোলা। খোলা আছে চায়ের দোকানও। এলাকার মোড়ে মোড়ে তরুণদের জটলা। চলছে আড্ডাবাজিও। খোশ-গল্পে, হাসি আর আড্ডায় বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। নগরের প্রধান সড়কের পাশাপাশি অলি-গলিতে সেনাবাহিনীর টহল থাকলেও সেনা সদস্যরা চলে গেলে আবারও রাস্তার অলি-গলিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। নগরের পাথরঘাটার ব্রিকফিল্ড রোড, নজুমিয়া লেন, ফিরিঙ্গী বাজার, জামালখান ওয়ার্ডের হেমসেন লেন, এমএম আলী রোডের শিল্পকলা, চট্টেশ্বরীর ব্যাটারি গলি, গোসাইলডাঙ্গা, বহদ্দারহাট কাঁচা বাজারের মোড়, গোয়ালপাড়া, বন্দর এলাকার দক্ষিণ মধ্যম হালিশহরের ধোপার দিঘির পাড়, তলিপট্টি, বড় পুকুর পাড়, বাকলিয়ার খাজা রোড, চান্দগাঁও আবাসিক এলাকার মোড়, সদরঘাট কামাল গেট, আসকার দিঘি, দিদার মার্কেট, দেওয়ানবাজারসহ আরও বেশকিছু এলাকার অলি-গলিতে তরুণদের জটলা ও আড্ডার চিত্র সরেজমিনে এবং বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেন, করোনার কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। যারা পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে সড়কে নামছে তাদের ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে। কেউ আদেশ অমান্য করে রাস্তায় ঘোরাফেরা করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অলিগলিতে জটলা হয়ে আড্ডা দেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর