রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিশ্বের সর্ববৃহৎ চিকিৎসা গবেষণাগারে বাংলাদেশি ড. সাগরের যোগদান

বিশ্বের সর্ববৃহৎ চিকিৎসা গবেষণাগারে বাংলাদেশি ড. সাগরের যোগদান

বিশ্বের সর্ববৃহৎ চিকিৎসা গবেষণাগার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) প্রবাসী বাংলাদেশি ড. আবদুল কাদের সাগর ‘বায়োমেডিক্যাল রিসার্চ ফেলো’ হিসেবে গত ২৯ মার্চ যোগদান করেছেন। দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর নিবাসী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এড. এম এ মজিদ ও কামরুন

নাহার জেসমিনের একমাত্র সন্তান ড. আবদুল কাদের সাগর যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসন থেকে ২০১৯ সালের ৯ ডিসেম্বর ‘বয়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি লাভ করেন। ইলেকট্রনিক পদ্ধতিতে খুব অল্প সময়ে ও স্বল্পমূল্যে দুরারোগ্য মরণঘাতী রোগের জীবাণু মানব দেহের কোষ থেকে উদঘাটন করার পদ্ধতি আবিষ্কার করাই ছিল ড. সাগরের পিএইচডি গবেষণার মূল বিষয়। ড. আবদুল কাদের সাগর ২০০৩ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে এসএসসি, ২০০৫ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০১০ সালে বুয়েট থেকে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ২০১০ সালের মার্চ মাসে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার স্যামসং কোম্পানির বাংলাদেশ রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘অ্যাডভান্সড রিসার্চার’ হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০১৪ সালে প্রথম শ্রেণির স্কলারশিপ পেয়ে তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটের রাজধানী মেডিসনে অবস্থিত ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে যান। ড. আবদুল কাদের সাগর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সভাপতি। খবর প্রেস বিজ্ঞপ্তির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর