বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কোনো মানুষ না খেয়ে মারা যাবে না

---- মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে করোনার সংকটকালেও কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী বা এলাকার গ্রহণযোগ্য লোক দিয়ে ত্রাণ কমিটির কাজ শুরু হয়েছে। নতুন করে ওএমএসের ১০ টাকা কেজি চালের তালিকা করতে হবে। তালিকায় যারা পাওয়ার যোগ্য, তাদের দলমতনির্বিশেষে ডিলারের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি চাল দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য ত্রাণ কার্যক্রমও অব্যাহত থাকবে। দেশে কোনো খাদ্যের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি আরও বলেন, করোনার এ মহাসংকটে এমন কিছু করবেন না, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্দেশ্য ভ-ুল হয়ে যায়, তাই সবাইকে দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে।

সোমবার বিকালে মাদারগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর