বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শ্রমিক আন্দোলনে করোনার ঝুঁকি এড়াতে ভিন্ন কৌশল

নেতাদের সঙ্গে শিল্প পুলিশের বৈঠক

গাজীপুর প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নেমেছে গাজীপুর শিল্প পুলিশ। শ্রমিক অসন্তোষের কারণে ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রচলিত আন্দোলন-সংগ্রামের বিকল্প পথে যাতে দাবি আদায় করা যায় সে পথ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল কালিয়াকৈরের একটি গার্মেন্টে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে শিল্প পুলিশ। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন উপেক্ষা করে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে। করোনা পরিস্থিতি কাটিয়ে না উঠা পর্যন্ত শ্রমিকদের শান্ত থেকে তাদের পাওনা আদায়ের জন্য পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য শ্রমিক প্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, আন্দোলনকালে শ্রমিকরা যদি রাস্তায় না নামে তাহলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমবে। গাজীপুরের অঞ্চলভিত্তিক শ্রমিক নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। বৈঠকে, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর অঞ্চলের সভাপতি রফিকুল ইসলাম দেওয়ান, ইউনাইটেড ওয়ার্কার্স ফেডারেশনের কালিয়াকৈর অঞ্চলের সভাপতি জাহিদ হাসান ও কোনাবাড়ি অঞ্চলের আগুন শেখ, জাতীয় গার্মেন্ট শ্রমিক জোটের কালিয়াকৈর অঞ্চলের সাধারণ সম্পাদক নূর হোসেন ও বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেনসহ কালিয়াকৈর, কোনাবাড়ি ও কাশিমপুর শিল্প এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর