বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কৃষকের ধান কাটতে শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের বোরো ধান আহরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি সহায়তার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সারা দেশের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বোরো ধানের যে বাম্পার ফলন হয়েছে তা কৃষকের ঘরে সময়মতো তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরকার। যেসব এলাকায় কৃষককে ধান আহরণে সহয়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে অনুরোধ করা হলো।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক ও দায়িত্ববোধসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস/রোভার স্কাউটস) শিক্ষার্থীদের নিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ করে দেবেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর