শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় সরকারের রোডম্যাপ চাই : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

করোনার বিস্তার মোকাবিলায় সরকারের আশু, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তথা রোডম্যাপ প্রকাশ করে উদ্বিগ্ন জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেরিতে হলেও সরকার করোনা সংক্রান্ত একটি টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য বাংলাদেশি স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করলে কমিটি আরও কার্যকর হবে। কমিটিতে বিএমএর পাশাপাশি অন্যান্য পেশাজীবী সংগঠন যেমন নার্সেস অ্যাসোসিয়েশন ও মেডিকেল  টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা আবশ্যক। এতে কারিগরি দক্ষতাসম্পন্ন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

এর মাধ্যমে করোনা মোকাবিলায় গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটিতে জাতীয় মেধার ঐক্যের প্রতিফলন ঘটবে।

তিনি বলেন, করোনার সফল মোকাবিলায় চারটি প্রস্তাবনা বিবেচনা করতে হবে : করোনা বিস্তারের ভিত্তিতে নিকট ভবিষ্যৎ ও তৎপরবর্তীতে করোনা প্রাদুর্ভাবের গাণিতিক মডেল কর্মপরিকল্পনার রোডম্যাপ প্রণয়নের দায়িত্ব এই টেকনিক্যাল কমিটিকে অর্পণ করা, বিদেশে অবস্থানকারী বাংলাদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা, এর দায়িত্ব হবে বিদেশে করোনাভাইরাস মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য বিষয়গুলোকে চিহ্নিত করা, এই কমিটিকে প্রাতিষ্ঠানিক ব্যাক-আপ সহায়তা প্রদানের জন্য আইইডিসিআর, নিপসম, আইপিএইচ, আইসিডিডিআরবি ও গণস্বাস্থ্য কেন্দ্রের মতো জনস্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করা, টেকনিক্যাল পরামর্শক কমিটির জন্য সকল ডিজিটাল সুবিধাসহ প্রয়োজনীয় লোকবলে সুসজ্জিত ‘সার্বক্ষণিক কার্যালয়’ অবিলম্বে স্থাপন করা, সরকারকে অবিলম্বে জনগণের সামনে করোনা প্রাদুর্ভাবের গাণিতিক মডেল ও বিস্তার রোধে কর্মপরিকল্পনা তথা রোডম্যাপ প্রকাশ করে উদ্বিগ্ন জাতিকে আশ্বস্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর